ভিশনঃ বাাংলাদেশী নাগরিকদের বহিঃবির্শ্বে ভ্রমণ নিরাপদ করা এবাং ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর করা।
মিশনঃ বহিঃবির্শ্বে বাাংলাদেশের ভাবমুর্ত্বি সমুজ্জ্বল করা এবং বাাংলাদেশী নাগরিকদের বহিঃবির্শ্বে ভ্রমণ নিরাপদ করার লক্ষ্যে পাসপোর্ট প্রত্যাশী সকল বাাংলাদেশী নাগরিকদের সহজে ও দ্রুততম সময়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পাসপোর্ট প্রদান এবং বিদেশীদের বাংলাদেশে গমনাগমন/অবস্থানের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ভিসা প্রদান, এয়ারপোর্ট সমূহে ই-গেইট (e-Gate) প্রবর্তণের মাধ্যমে সহজে ও দ্রুততম সময়ে ইমিগ্রেশন সম্পন্নকরণ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস